1. admin@dailyamarpranerhabiganj.com : admin :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ -৩ আসনে বাংলাদেশ কংগ্রেস থেকে নমিনেশন পেলেন নোমান হাসান। হবিগঞ্জ -৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্যারিস্টার সুমনের মনোনয়ন পত্র সংগ্রহ। হবিগঞ্জ শহর থেকে ৪ দিন যাবত চটপটি ব্যবসায়ী নিখোঁজ ॥ থানায় জিডি। রংপুর ৩ আসনে মনোনয়ন ফরম কিনলেন রাকিবুল বাসার জেলা ত্রান গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র ও হবিগঞ্জ জেলা সমাজ সেবা কমপ্লেক্স ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজমিরীগঞ্জ হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নে মডেল প্রেস ক্লাবের সঙ্গে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ পৌরসভার মহাশ্মশানঘাট পানি শোধনাগার উদ্বোধন করলেন এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। হবিগঞ্জ জেলা প্রশাসন,ও পৌরসভার যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা সপ্তাহ ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত । মাধবপুর রিপোর্টার্স ক্লাব গঠন সভাপতি হৃদয় শাহ্-আলম সাধারণ সম্পাদক এম এম সোহাগ। বাহুবলে মারামারি মামলার রায়ে পিতাসহ ২ পুত্রকে জেল জরিমানা।

সুনামগঞ্জবাসীর স্বপ্নের রানীগঞ্জ সেতুর উদ্বোধনের মাধ্যমে ঢাকার সঙ্গে যাতায়াতের সময় কমলো ২ঘন্টা।

  • আপডেট সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৯৭ বার পঠিত

 

সুনামগঞ্জবাসীর স্বপ্নের রানীগঞ্জ সেতুর উদ্বোধনের মাধ্যমে ঢাকার সঙ্গে যাতায়াতের সময় কমলো ২ঘন্টা।

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ- বঙ্গভবন থেকে আজ সকালে ভার্চ্যয়ালি সরাসরি যুক্ত হয়ে সিলেট বিভাগের সবচেয়ে বড় সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ সেতুসহ দেশের ‘শতসেতুর’উদ্বোধন করেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এ উদ্বোধনের মধ্য দিয়ে সুনামগঞ্জবাসীর অনেকদিনের স্বপ্নের রানীগঞ্জ সেতুর দুয়ার খুলে গেল। এর ফলে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যাতায়াতে দুরত্ব কমবে জেলাবাসীর। এতে ঢাকার সঙ্গে যাতায়াতে সময় কমবে আরো ২ ঘন্টা।
রানীগঞ্জ সেতুর উদ্বোধন উপলক্ষে স্থানীয় রানীগঞ্জ বাজারের পাশে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভার আয়োজন করা হয়। এতে সুনামগঞ্জ -৩ আসনের সদস্য সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যয়ালি যুক্ত হলে রানীগঞ্জের অনুষ্ঠানটি বড় পর্দায় স্থানীয়দের দেখানো হয়। এতে সমাবেশ স্থলে বসানো হয় ১০ হাজার চেয়ার।প্রধানমন্ত্রী সেতুর উদ্বোধনের পরপরই উৎসবে মেতে উঠেন রানীগঞ্জবাসী।
৭০২ দশমিক ৩২ মিটার দীর্ঘ ও ১০ দশমিক ২৫ মিটার প্রস্থ এ সেতুর কাজ সড়ক ও জনপদ অধিদপ্তরের তত্ত্বাবধানে গত ২০১৬ সালের ১১ আগস্ট শুরু হয়। সেতুর কাজটি পান ঠিকাদারী প্রতিষ্টান চায়না রেলওয়ে ২৪ ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড ২৪ বি ও এম.এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এমবিইএল। গত ২০১৯ সালের ১০ আগস্ট কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা ৬ বছরে এসে গত অক্টোবর মাসে সম্পন্ন হয়েছে। তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, সেতুটির নির্মাণ কাজের প্রকল্প নকশা সংশোধন ও করোনা পরিস্থিতির জন্য বিলম্ব হয়েছে। বিগত ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকারের শাসনামলে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কাজ শুরু করেন। এরপর ২০০১ সালে বিএনপিসহ চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ওই সড়কের অপ্রয়োজনীয় উল্লেখ করে সড়কের বরাদ্দ বন্ধ করে দিলে মহাসড়কের স্বপ্নের অকাল মৃত্যু হয়। পরে ২০০৮ সালে আওয়ামীলীগ পুনরায় ক্ষমতায় এলে সুনামগঞ্জ ৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য বর্তমান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ওই আঞ্চলিক মহাসড়কের কাজ পুনরায় চালুর প্রচেষ্ঠা চালান। এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার তালিকা সবুজ পাতায় সড়কটি অন্তর্ভূক্ত করে একনেকে ৫২ কোটি টাকা অনুমোদন করান।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরেরর তথ্য মতে, ২০১৪ সালের ২৫ জুন একনেকের সভায় প্রধানমন্ত্রী এই সেতুর ১২৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেন। পরে ওই বছরের জুন মাসে সেতুর দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে অংশ নেন দেশ- বিদেশের ৩টি ঠিকাদারী প্রতিষ্ঠান। অবশেষে ২০১৬ সালের আগস্ট মাসে যৌথভাবে কার্যাদেশ পায় চায়না রেলওয়ে ২৪ ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড ২৪ বি ও এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এমবিইএল। পরে ২০১৭ সালের ১৪ জানুয়ারি বর্তমান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পামন্ত্রী এম এ মান্নানকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নির্মাণকাজ সময়সীমা ছিল ৩ বছর। এতে ১২৫ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প পরবর্তীতে ধাপে ধাপে ব্যয় ও সময় বাড়ানো হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, রানীগঞ্জ সেতু উদ্বোধনের পর
গণপরিবহন চলাচল শুর হচ্ছে। এতে, রানীগঞ্জ সেতুর জন্য যানবাহনের শ্রেণি ও টোল হার চূড়ান্ত করা হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে সুনামগঞ্জ সড়ক বিভাগ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টোল হারে রিক্সা ভ্যান/রিক্সা/বাইসাইকেল/ঠেলাগাড়ি ৫ টাকা, মোটরসাইকেল ১০ টাকা, অটোটেম্পু, সিএনজি অটোরিক্সা, অটোভ্যান, ব্যাটারী চালিত ৩/৪ চাকার যে কোন ধরণের মোটরাইজড যান ১৫ টাকা, ব্যক্তিগত গাড়ি ও ভাড়ায় চালিক সকল সিডান কার ৪০ টাকা, পিকআপ, কনভারশনকৃত জীপ, রেকার, ক্রেন ৬০ টাকা, চালক ব্যতীত অন্যান্য ৮ জন ও অনধিক ১৫ জন যাত্রী বহনকারী যান ৬০ টাকা, চালক ব্যতীত অনধিক ৩০ জন যাত্রী বহনকারী যান ৭৫ টাকা, পাওয়ার টিলার ও ট্রাক্টর ৯০ টাকা, ৩ টন পর্যন্ত পে—লোড ধারণে সক্ষম যানবাহন ১১৫ টাকা, চালক ব্যতীত ৩১ অথবা তদুর্ধ্ব আসন বিশিষ্ট মোটরযান ১৩৫ টাকা, দুই এক্সেল বিশিষ্ট বিজিট ট্রাক/বাণিজ্যিক কাজে ব্যবহৃত ট্রাক্টর ও ট্রেইলার ১৫০ টাকা, তিন বা ততোধিক এক্সেল বিশিষ্ট ট্রাক, কাভার্ড ট্রাক/ভ্যান, কনটেইনারবাহী ট্রাক, অন্যান্য আর্টিকুলে ট্রেড যানবাহন ৩০০ টাকা, কন্টেইনার, ভারী যন্ত্রপাতি, ভারী মালামাল/ সরঞ্জাম ৩৭৫ টাকা।
রানীগঞ্জ সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার দিন থেকে টোল কার্যকর হয়ে গেছে।

 

প্রেরক
বুলবুল আহমেদ
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
মোবাইল নং ০১৭১৬ ৭৯৬৩৯৮
তারিখঃ- ৭ নভেম্বর ২০২২ইংরেজী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Daily Amar Praner Habiganj
Theme Customized By Shakil IT Park