” ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ ”
জেলা প্রশাসন হবিগঞ্জ ও হবিগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা সপ্তাহ ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৫ নভেম্বর ২৩ ইং বিকাল ৪ ঘটিকায় নগরীর টাউন হলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট দেবী চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ হবিগঞ্জ এর প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান, বাপা হবিগঞ্জের সভাপতি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজনেরা।
এসময় সভায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আলোকপাত করা হয়। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই পারে আমাদেরকে এ থেকে সুরক্ষিত থাকতে। ভবিষ্যতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
Leave a Reply