হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভবানী পুর গ্রামে পানিতে ডুবে সালমা আক্তার (৮) এর মৃত্যু হয়। জানাযায় সালমা আক্তার ভবানী পুর গ্রামের কাপ্তান মিয়ার মেয়ে।
সালমা আক্তার এর মা রুহেনা বেগম জানান সে ভবানী পুর গ্রামের জয়তারা ব্রাক স্কুলের ২য় শেণির ছাত্রী। ঘটনাটি ঘটেছে ৩০ অক্টোবর রোজ সোমবার দুপুর ১ ঘটিকার সময়। সে স্কুল থেকে এসে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। সেই পুকুরে আরও চার পাঁচ জন শিশু গোসল করছিল। হঠাৎ তারা দেখতে পায় সালমা পানিতে ডুবে যাচ্ছে। এসময় তাকে পানি থেকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন। এমতাবস্থায় সালমা কে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসার কোন অবনতি হলে তাকে সিলেট এম এ জি উসমানী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
Leave a Reply