1. admin@dailyamarpranerhabiganj.com : admin :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ -৩ আসনে বাংলাদেশ কংগ্রেস থেকে নমিনেশন পেলেন নোমান হাসান। হবিগঞ্জ -৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্যারিস্টার সুমনের মনোনয়ন পত্র সংগ্রহ। হবিগঞ্জ শহর থেকে ৪ দিন যাবত চটপটি ব্যবসায়ী নিখোঁজ ॥ থানায় জিডি। রংপুর ৩ আসনে মনোনয়ন ফরম কিনলেন রাকিবুল বাসার জেলা ত্রান গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র ও হবিগঞ্জ জেলা সমাজ সেবা কমপ্লেক্স ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজমিরীগঞ্জ হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নে মডেল প্রেস ক্লাবের সঙ্গে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ পৌরসভার মহাশ্মশানঘাট পানি শোধনাগার উদ্বোধন করলেন এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। হবিগঞ্জ জেলা প্রশাসন,ও পৌরসভার যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা সপ্তাহ ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত । মাধবপুর রিপোর্টার্স ক্লাব গঠন সভাপতি হৃদয় শাহ্-আলম সাধারণ সম্পাদক এম এম সোহাগ। বাহুবলে মারামারি মামলার রায়ে পিতাসহ ২ পুত্রকে জেল জরিমানা।

নবীগঞ্জে উপকারভোগীদের নিয়ে ব্যাতিক্রমি বিশাল সমাবেশ অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১১৮ বার পঠিত

 

রাজিব ইসলামঃ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ২০ হাজার গাছের চারা বিতরণ,

সরকারের নানাবিধ প্রকল্পের মাধ্যমে উপকারভোগীদের নিয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেলো এক ব্যতিক্রমীধর্মী বিশাল সমাবেশ। এতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। নবীগঞ্জ উপজেলার ২৬ হাজার উপকারভোগীদের মধ্যে ১৫ হাজার নারী-পুরুষের সমাগম ঘটে। নারী-পুরুষদের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে উঠে সমাবেশ।

বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ জে.কে উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার জনপ্রতিনিধি বৃন্দের আয়োজনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাবেশের পর আগত উপকারভোগী প্রত্যেককে একটি করে গাছের চারা ও কয়েক জনকে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুদানের চেক প্রদান করা হয়। এসময় দৃষ্টিপ্রতিবন্ধী আব্দুর রব ৫০ হাজার টাকার চেক পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশের সভাপতিত্বে ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি । এসময় তিনি বলেন- আগামী নির্বাচন বানচালে বিএনপি জামায়াত নানা ষড়যন্ত্র করছে, সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে উপকারভোগীদের নিয়ে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র রুখে দেয়া হবে।

সমাবেশে প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ও ক্যান্সার রোগে আক্রান্ত সুবিধাভোগীরা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন । রোজিনা বেগম ও শিউলি বেগম প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে আনন্দ অনুভূতি প্রকাশ করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চান। তারা বলেন- আমরা ছিলাম আশ্রয়হীন আমাদেরকে মাথা গুঁজার টাই দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক Nur Uddin Bulbul এডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমান, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান দিলাওয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান, বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান আকতার আহমেদ ছুবা, দেবপাড়া ইউনিয়নে চেয়ারম্যান শাহ রিয়াজ নাদিম সুমন, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নোমান হোসেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সাবের আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Daily Amar Praner Habiganj
Theme Customized By Shakil IT Park