হবিগঞ্জের গোসাই পুরে বেঁজির ( নেউল) কামড়ে ৩ ছাগল আহত। ৮ সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ৬ ঘটিকায় এ ঘটনাটি ঘটে।
হবিগঞ্জ পৌরসভার গোসাই পুর এলাকায় ছাগলের মালিক ছাগল ৩ টিকে মাঠে ঘাস খাওয়ার জন্য দেওয়ার সময় বাড়ির সামনে বেদে রাখেন। এসময় বেঁজি এসে ছাগলগুলো কে বাদা থাকা অবস্থায় কামড়াতে থাকে। বেঁজির কামড় খেয়ে ছাগল গুলো লাপালাপি শুরু করে তারপর ছাগলের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে বেঁজি কামড় থেকে ছাগলদের কে রক্ষা করে।
Leave a Reply