বিএনপি পদযাত্রা কর্মসূচি কে কেন্দ্র করে গত শনিবার ১৯ আগস্ট বিকেলে হবিগঞ্জ বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব চোখে আঘাত পান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর শেরে বাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আহত অজয় চন্দ্র দেবের শারীরিক অবস্থা ও চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম ও সিলেট সিটি করপোরেশন এর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী মঙ্গলবার (২২ আগস্ট ২০২৩) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখে আঘাতপ্রাপ্ত হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবকে দেখতে যান ও চিকিৎসার খোঁজ খবর নেন। এবং কর্তব্যরত চিকিৎসকের কাছে সার্বিক অবস্থা জানতে চান।
Leave a Reply