হবিগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক দেবী চন্দ এর সাথে নবীগঞ্জের স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৭ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে হবিগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক দেবী চন্দ নবীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার-এর সভাপতিত্বে এক মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক দেবী চন্দ তার বক্তব্যে নিজ নিজ এলাকার সুন্দর পরিবেশ এবং সন্তানদের সঠিক শিক্ষা নিশ্চিতের আহ্বান জানান। উক্ত মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক নবীগঞ্জ উপজেলার ৭ নং করগাও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং ইউনিয়ন পরিষদের নিরাপত্তা বাউন্ডারি স্থাপনার কাজ উদ্বোধন করেন।
Leave a Reply