কবিতাঃ বাংলার বন্ধু
লেখকঃ শেখ তানজিলা আক্তার মাইশা।
বাংলার আলোপথ দিয়ে চলেছে সে
বাংলা মাটির গন্ধে মোহিত যে,
বাংলা মায়ের খোকা সে, যে বাংলার শ্রেষ্ঠ নেতা
কী করে পারে ভুলিতে কেহ তাহারি কথা।
ভুলিতে কি পারে কেহ তাহার সেই কথা
হৃদয়গহীনে প্রতিবাদি সেই সূর গাতা।
৭১ এর মুক্তির ঘোষণা যে রাজনৈতিক কবি
প্রতিবাদি রুপ তার যেন দগ্ধ শিকার রবি,
স্বাধীন বাংলায় যাহার রয়েছে অপরিসীম অবদান
তিনি হলেন বাংলার বন্ধু শেখ মুজিবুর রহমান।
Leave a Reply