বসন্ত কুমারী গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হবিগঞ্জ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এই তিনের সমন্বয় বাড়ায় শিক্ষার উন্নয়ন।
শিক্ষার গুনগত মানোন্নয়নে শিক্ষক,অভিভাবক মত বিনিময় সভা ১৪ আগষ্ট ২৩ইং সকাল ১০ঘটিকায় মোঃ আমীর হোসেন, প্রধান শিক্ষক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । উক্ত সভায় উপস্থিত ছিলেন মোছাঃ নাছিমা খানম,সিনিয়র শিক্ষক (ইংরেজি),
সেবিকা দও, সিনিয়র শিক্ষক (গণিত),
রাম চরণ দাস,সহঃ শিক্ষক, ( ইংরেজি), উপস্থাপনায় ছিলেন মোঃ নজির মিয়া,সহঃ শিক্ষক (ব্যবসায় শিক্ষা), আরও উপস্থিত ছিলেন ২০২৪ সালে এস এস সি পরীক্ষার্থীদের অভিভাবক বৃন্দগন।
স্থানঃ বি.কে. জি. সি. সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুম।
Leave a Reply