মোঃ আলমগীর হোসেনঃ হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কটিয়াজি বাজার থেকে ৫ জন যাত্রী নিয়ে ১টি টমটম ধুলিয়াখাল আসার পথে সুলতানশী পুকুর ঘাটের সামনে মেইন রোডে টমটম গাড়ী উল্টে ৫ জন আহত হয়। ঘটনাটি ঘটে ১১আগষ্ট ২৩ ইং বিকাল অনুমান ৫ ঘটিকার সময় । স্হানীয় সুত্রে জানা যায় ঐ টমটম গাড়িতে ৫ জন যাত্রী ছিল এতে ৩জন পুরুষ ও দুই জন মহিলা ছিল একজন বৃদ্ধ পুরুষ লোক আহত হয়ে পা ভেঙে যায়,ও দুই জন মহিলা আহত হয়।স্হানীয়রা আহতদের কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
Leave a Reply