বিদ্রোহের কথা বিরহের ব্যথা
বাঙালীর তুমি মহাবীর
কবি নজরুল, তোমার চেতনায়
বাংলার ভূবণ উন্নত শির ।
দুঃখের সমারোহে আতসবাজি
ফুটতে যতকাল দেখেছি
তোমার রণতূর্য দেখে ই আমি
বুঝেছি নজরুল শিখেছি।
হিংস্রতার আগ্রাসনে বেজেছে
আজ তোমার অগ্নিবীণা,
প্রলয় শিখা ঘুষঘুষুনিতে উত্তাপ
দেখেছি সাম্যের অরুণা।
বিষের বাঁশী বাজছেই চারিদিকে
মুখের গ্রাস কেড়েছে যারা,
সর্বহারা’র আকাশে উত্তাপ ছুটে
কোমর বেঁধে ঐকতান তারা।
ক্ষুধার তাড়নায় ফণিমনসা ফুঁসে
মানবতার শানে কারসাজি,
তুষের আগুনে ধীরগতির উত্তাপ
সময়-সুযোগে ডিগবাজি ।
Leave a Reply