আদর্শ লিপি
আঁকড়ে ধরেছে আঁধারে শক্তি
বুদ্ধির বেচাকেনার পাঠশালায় ব্যর্থ ছাত্র,
অশিক্ষা কুশিক্ষায় ছেয়ে গেছে !
মাথায় গোবর-গঙ্গাজল ছিটিয়ে দিল যারা,
নামাবলী লেখা পরিধানে শিক্ষক বঠে।
জলহীন নদীর বুকে শ্রাবণের কান্না,
মেঘের স্বরে এসো আমার দুঃখের ক্লান্তি ঘরে।
ঝাপসা মাঠের উপর সবুজ বিছানায়
তোমার শয্যা সাজিয়ে দিবো,
একটু সময় দিও অ আ ক খ বর্ণের শিক্ষালয়ে,
যদি পারো সঙ্গে নিও অতীতের আদর্শ লিপি ।
বাদল কৃষ্ণ বণিক
Leave a Reply