আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী এর দিক নির্দেশনায় শিবপাশা পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিঃ) ফুয়াদ আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ আজমিরীগঞ্জ থানাধীন ০৫নং শিবপাশা ইউ/পির অন্তর্গত শিবপাশা টু আজমিরীগঞ্জ গামী রোডে ইং ০২/০৮/২০২৩ তারিখ রাত্রী বেলা চেকপোস্ট ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১. মোঃ দুলাল মিয়া (৪৭), পিতা-মৃতঃ ছুরত আলী ,স্থায়ী: গ্রাম- যশকেশরী, ০৫নং শিবপাশা ইউ/পি, থানা- আজমিরীগঞ্জ, জেলা–হবিগঞ্জ’কে ৩৫ (পয়ত্রিশ) পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়কৃত নগদ ৫,৩০০/- (পাঁচ হাজার তিনশত) টাকা সহ গ্রেফতার করা হয়। এসময় উক্ত আসামীর হেফাজত হইতে মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি TVS মোটর সাইকেল আটক করা হয়। উল্লেখ্য যে, উক্ত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আসামী মোঃ দুলাল মিয়া (৪৭) এর বিরুদ্ধে ইতপূর্বে থানায় একাধিক মাদক মামলা সহ ডাকাতির প্রস্তুতি মামলা রহিয়াছে। উক্ত ঘটনায় এসআই (নিঃ) ফুয়াদ আহমেদ বাদী হয়ে আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে আজমিরীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। উক্ত মামলায় আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply