শ্রাবণী
শ্রাবণী আলোক বৃক্ষ জন্মিলো আজ
একপশলা বৃষ্টি পড়ুক ঝেঁকে
শুক্লপক্ষীয় চাঁদনি স্টেশনে নেমে দেখি
প্রসূত হাসি মুচকি মুখে এঁকে।
ফল্গুধারার পরিচয় আজই লিখা হোক
নতুন এপিটাপের সোনালী হাঁকে,
মাঝি পাল ছুটে যেন চাঁদনি রাতের নদীতে
ঝিলমিল বর্ষার জলঢেউ ফাঁকে ।
বিশ্বাসের সেতু গড়ার টেণ্ডার হোক আবার
ইজারাদার হবো আমি নিজেই ,
স্ব-ক্ষমতার ভেতর দিয়ে ধোঁকাবাজীর খেলা
হোক না নতুন পদ্মার ঢেউ সেই ।
বাদল কৃষ্ণ বণিক
Leave a Reply