হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন সুতাং এলাকায় ২৭ জুলাই ২৩ ইং ১০ই মহরম পালন উদযাপনকে কেন্দ্র করে দুইটি গ্রুপে বিভক্ত হয়ে দুইটি গ্রুপের মধ্যে উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করে।
এতে করে দুইটি পক্ষের মাঝে সংঘর্ষে রুপ নিতে পারে এমনটা আশংঙ্কা তৈরি হয়েছিল। এমন আশংঙ্কার খবর পেয়ে তাৎক্ষণিক সরজমিনে উপস্থিত হন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান।
সরজমিনে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান উপস্থিত জনতাকে নিয়ে উঠান বৈঠক করেন এবং তাদের আস্বস্ত করেন সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবে নির্বিগ্নে এবং উৎসবমুখর পরিবেশে।
ধর্মীয় উৎসব পালনকে কেন্দ্র করে কেউ উসকানিমূলক আচরণ করে, বিশৃঙ্খলা তৈরি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটালে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্হা নেওয়ার হুশিয়ারি দেন।
Leave a Reply