তোফাজ্জল আহমেদ অনিকঃ আজমিরীগঞ্জে আলোচিত ফুটবল খেলার উল্লাস শেষে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী সেলিম মিয়া হত্যার ৩ আসামী রেব-১০ কেরানীগঞ্জ ঢাকাএর হাতে সুত্রাপুর ঢাকা এরিয়া থেকে গ্রেফতার । এই দিকে সেলিম কে হারিয়ে পরিবারের সদস্যের কান্না যেন থামছেই না উল্লেখ্য যে নিহত হওয়ার ঘটনায় মৃত সেলিম মিয়ার বড় ভাই মোঃ নবী হোসেন বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।অপর দিকে প্রতিপক্ষের লোকজন পুলিশী গ্রেফতার এড়াতে বাড়িঘর পুরুষশূন্য হয়ে পড়েছে। তারা বিভিন্ন স্থানে আত্মগোপন করেছে।কিন্তু আত্মগোপন করে ও রক্ষা হয় নি আসামীদের ।বানিয়াচং সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এর সু দর্শন চিন্তা ভাবনায় ও আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর নেতৃত্বে এজাহার ভূক্ত ৩ আসামি রকি ,রমি ও তপি কে সারা বাংলাদেশে বিশেষ অভিযান পরিচালনা করে যাত্রবাড়ি ঢাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাপিড একশন ব্যটেলিয়ান, RAB। উল্লেখ্য যে ওই মামলায় আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এবায়দুর রহমান রাসেল কে প্রধান আসামী করে ১৪ জন এজাহার ভূক্ত ও ৮/১০ কে অঙ্গাত করে হত্যা মামলা দায়ের করে। উল্লেখ্য, আজমিরীগঞ্জ পৌরসভাধীন গরুর বাজার মাঠে স্থানীয় পর্যায়ে তমি ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতা মূলক ফুটবল খেলার আয়োজন করা হয়। বেশকিছু দিন ধরে ওই খেলা চলছিল। গত শনিবার ছিল দুটি গ্রুপের মধ্যে ফাইনাল খেলা। খেলার শেষের দিকে ট্রাইবেকার একপক্ষ অপরপক্ষকে গোল দেয়ার এক পর্যায়ে সেলিম মিয়া (৩২) গোল সমর্থন করে মাঠের ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় খেলার লাইছম্যানের দ্বায়িত্বে থাকা একই এলাকার বাসিন্দা মৃত- আলাউদ্দিন মিয়ার পুত্র রনি মিয়া খেলার মাঠে প্রবেশে বাঁধা প্রদান করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা বাঁধে। এক পর্যায়ে দর্শক সেলিম মিয়ার উপর হামলা চালানো হয়। হামলায় সেলিম মিয়া গুরুতর আহত হয়। আশংঙ্কাজনক অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রস্তুত করে। সুরত হাল রিপোর্টে মরদেহের মাথা, নাক ,ঘার ও দেহের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।
Leave a Reply