স্টাফ রিপোর্টার/ বানিয়াচং মোটরসাইকেলের ধাক্কায় কাওছার মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বানিয়াচং সুজাত পুর সড়কের উত্তর সাঙ্গর এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায় সোমবার দিবাগত রাতে কাওছার মিয়া নিচো রাস্তা থেকে উপরে উঠার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাওছার মিয়া মারা যান। ও মোটরসাইকেল চালক গুরুত্ব আহত হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি,,, বলেন সাঙ্গর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় কাওছার মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তার মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply