1. admin@dailyamarpranerhabiganj.com : admin :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক ফয়সল মিয়ার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক শাহেনা আক্তার। সাংবাদিক মোঃ ফয়সল মিয়া সহ ৭ জনের উপর মিথ্যা মামলার সুষ্ঠ তদন্তের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা পুলিশ সুপার বরাবর আবেদন। হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ০১টি চোরাইকৃত টমটম সহ ০২ জন আসামী গ্রেফতার। সাংবাদিক দেওয়ান সজল আর নেই। প্রতি মাসের ন্যায় অভিন্ন মানদন্ডের ভিত্তিতে ২৫ তম পুরস্কার প্রাপ্তি মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার মাহবুবুল আলম। হবিগঞ্জের গোসাই পুরে বেঁজির কামড়ে ছাগল আহত। হবিগঞ্জের বাহুবলে টমটম উল্টে গিয়ে ৭ জন আহত। চুনারুঘাটে সিএনজি – পিকাপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩ জন। এক অসহায় বৃদ্ধ মহিলাকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করলেন জাগ্রত তরুণ মানবতার সেবায় হবিগঞ্জ,সংগঠন। সাংবাদিক মোঃ ফয়সল মিয়া সহ ৭ জনের উপর মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ।

আজমিরীগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে সেলিম মিয়া নিহত।

  • আপডেট সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৪৬ বার পঠিত

 

 

তোফাজ্জল আহমেদ অনিক:- আজমিরীগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে মোঃ সেলিম মিয়া (৩০) নামে এক শুটকি ব্যবসায়ী নিহত হয়েছে। সে পৌর এলাকার শরীফনগর গ্রামের বাসিন্দা মৃত- সাবাজ মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়,
আজমিরীগঞ্জ পৌরসভাধীন গরুর বাজার মাঠে স্থানীয় পর্যায়ে তমি ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতা মূলক ফুটবল খেলার আয়োজন করা হয়। বেশকিছু দিন ধরে ওই খেলা চলছিল। ২২জুলাই ২৩ইং  শনিবার ছিল দু’টি গ্রুপের মধ্যে ফাইনাল খেলা। খেলার শেষের দিকে ট্রাইবেকার একপক্ষ অপরপক্ষকে গোল দেয়ার এক পর্যায়ে শরীফনগর গ্রামের মৃত- সাবাজ মিয়ার পুত্র ও ফুটবল খেলার অন্যান্য দর্শকদের সহিত দর্শক সেলিম মিয়া (৩০) চিৎকার দিয়ে গোল সমর্থন করে মাঠের ভিতরে প্রবেশের চেষ্টা করে। এদিকে ওই খেলার লাইছম্যানের দ্বায়িত্বে থাকা একই এলাকার বাসিন্দা মৃত- আলাউদ্দিন মিয়ার পুত্র রকি মিয়া খেলার মাঠে প্রবেশে বাঁধা প্রদান করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা বাঁধে। এক পর্যায়ে লাইছম্যান রকি মিয়ার নেতৃত্বে তার স্বজনরা দর্শক সেলিম মিয়ার উপর হামলা চালায়। হামলার খবর শুনে সেলিম মিয়ার অন্য ভাইয়েরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রকি ,রনি এবং তার স্বজনরা আবার পুনরায় আক্রমণ করে।এতে সেলিম মিয়া নবী হোসেন,দিলোয়ার গুরুতর আহত হয়। আশংখাজনক অবস্হায় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অবস্হার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সেলিম মিয়া কে মৃত ঘোষনা করেন। আজমিরীগঞ্জ থানার এস আই মোঃ ফারুক হোসেন  লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য  মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Daily Amar Praner Habiganj
Theme Customized By Shakil IT Park