জীবন থেমে থাকেনা
এসেছিলে সেই কবেকার অজান্তে
অকালপক্ব হৃদয় জুড়ে ,
শিউলিতলায় ঝরেছিল অজস্র মোহ
লাল গালিচা মকমলে ।
গালে টোল পড়তো মুক্তাঝরা হাসিতে
অবোলা পাখির মতো,
কাঁচার টিয়েটা বুলি আওড়ায় ঠোঁটে
সুরে সুরে ডাকতো যেনামে ।
বুজতাম না তেমনকিছু তবুও নেশাখোর
চোখ বুলিয়ে দেয় আলতো,
চলে গেলে সেই কতকাল হয়ে বিগত
অতীত সব বর্তমানতা ।
জীবন থেমে থাকেনি জীবিকায় যান্ত্রিকতা
ঘিরে বসেছে আগামীকাল
সিঁকি আনায় ভালোবাসা পরসা বসেছে
যুগের চাহিদা যোগান অপরিসীম ।
Leave a Reply