আজমিরীগঞ্জ প্রতিনিধি:
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) ভূপেন্দ্র চন্দ্র বর্মন এর নেতৃত্বে “টিম আজমিরীগঞ্জ থানা” গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানাধীন ০২নং বদলপুর ইউ/পির অন্তর্গত পাহাড়পুর (মিশনহাটি) সংলগ্ন বেখির হাওর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী ১. মোঃ খোকন মিয়া(৩২), পিতা-মৃতঃ আছাব উল্লা, ২. মোঃ রিয়াজ মিয়া(২২), পিতা-মোঃ ছানু মিয়া, উভয় সাং- নোয়াগড় (গড়েরহাটি) ০৩নং জলসুখা ইউ/পি, থানা- আজমিরীগঞ্জ, জেলা –হবিগঞ্জদ্বয়ের হেফাজত হইতে ৩০ (ত্রিশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা সহ গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় এসআই (নিঃ) ভূপেন্দ্র চন্দ্র বর্মন বাদী হয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে আজমিরীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। উক্ত মামলায় আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply