নিয়োগ বিজ্ঞপ্তি
দরিদ্র কল্যান সংস্থা (DkS) মহাশয় বাজার, তুঙ্গেশ্বর, বাহুবল হবিগঞ্জ। গভঃ রেজিঃ নং ৩২৫/২০০২
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মহাশয় বাজার তুঙ্গেশ্বর সংলগ্ন লন্ডন দাতা সংস্থা পরিচালিত দরিদ্র কল্যান সংস্থা (DKS) অফিসে কম্পিউটার সংক্রান্ত কার্যক্রমের জন্য শুধু মাত্র দক্ষ একজন মহিলা কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে। বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে। বয়স সীমা ১৮ থেকে ৩০এর মধ্যে হতে হবে। আগ্রহীদের আগামী ১০/৭/২০২৩ ইং তারিখের মধ্যে মহাশয়ের বাজার তুঙ্গেশ্বর, বাহুবল বরাবর নির্বাহী পরিচালক, মুবাইল নম্বর উল্লেখ পূর্বক দরখাস্ত সরাসরি দরিদ্র কল্যান সংস্থা কার্যালয়ে আবেদন করতে হবে। যোগাযোগ মোবাইলঃ ০১৭১২২২২৯৬৭ নির্বাহী পরিচালক দরিদ্র কল্যান সংস্থা বাহুবল, হবিগঞ্জ।
Leave a Reply