হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবখাই গ্রামে বাড়ির জায়গা ও রাস্তা নিয়ে বিরোধের জেরে মহিলা সহ ৫ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন৷ আহতরা হলেন মোঃ সেতু মিয়া (৩৫) স্বপ্না আক্তার (২৫) স্বামীঃ সেতু মিয়া। জামাল মিয়া, হামিদ মিয়া, দুলাল মিয়া। ৩০শে জুন ২৩ ইং শুক্রবার সকাল ৮ ঘটিকায় এ ঘটনাটি ঘটে।
জানাযায় একঐ গ্রামের প্রতিবেশি ফরিদ মিয়ার স্ত্রী মাহমুদা খাতুনের সাথে দীর্ঘদিন যাবত সেতু মিয়ার বাড়ির জায়গা, এবং রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল । এর জেরে ৩০শে জুন শুক্রবার সকাল ৮ ঘটিকার সময় মাহমুদা খাতুন তার ৩ ছেলে মোঃ ফরহাদ মিয়া, মোঃ সাজন মিয়া,মোঃ সাকিল মিয়াকে নিয়ে সেতু মিয়া ঘরে ডুকে স্টাম্প ও চুরি নিয়ে। সেতু ও তার স্ত্রী স্বপ্না আক্তার কে মারধর করে। তাদের শুরু চিৎকারে আসে পাশে লোকজন ঘটনাস্থলে সেতু মিয়া ও তার স্ত্রী কে উদ্ধার করতে আসলে মাহমুদা ও তার ছেলেদের হাতে আহত হলেন হামিদ মিয়া, দুলাল মিয়া, জামাল মিয়া। এসময় স্হানীয়রা
৯৯৯ লাইনে ফোন দিলে সঙ্গে সঙ্গে হবিগঞ্জ সদর থানা থেকে এস আই তওহিদ ও এস আই নাজমুল ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে।
আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসায় পাঠান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply