মোঃ মোস্তাকিন বিশেষ প্রতিনিধি:-
আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী এর দিকনির্দেশনায় এস আই(নিঃ) মোঃ তরিকুল হাসান হিমন এর নেতৃত্বে টিম আজমিরীগঞ্জ থানা গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানাধীন ৩ নং জলসুখা ইউনিয়নের অন্তর্গত নোয়াগড় এলাকায় ২৩ই জুন রাত্রী বেলায় অভিযান পরিচালনা করিয়া। হেলিম মিয়া সাদ্দাম হোসেন রাহাদ মিয়া (৩০) পিতা মৃত আব্দুল কদ্দুছ মিয়া। সাং শরিফ নগর আজমিরীগঞ্জ পেীরসভার থানা আজমিরীগঞ্জ জেলা হবিগঞ্জ। ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন কে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় এস আই (নিঃ) মোঃ তরিকুল হাসান হিমন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে এজহার দায়ের করিলে আজমীরগঞ্জ থানা নিয়মিত মামলা রুজু করা হয় । উক্ত মামলার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদক নির্মূলে আজমিরীগঞ্জ থানা পুলিশ বদ্ব পরিকর।
Leave a Reply