চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের তৈগাও গ্রামের আব্দুল কাদির মিয়ার পুত্র জিতু মিয়ার পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে মর্মে দৈনিক তরফ বার্তা পত্রিকা ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায় প্রকাশিত চুনারুঘাটে জিতু মিয়ার পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ১৩ জুন ২৩ইং এ সংবাদ টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সাংবাদিক কে ভুল তথ্য দিয়ে আমাদেরকে জড়িয়ে যে সংবাদ টি প্রকাশিত হয়েছে এটি সম্পুর্ন মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন। জিতু মিয়ার পানি নিষ্কাশনের পথ বন্ধ করা হয়নি। বরং জিতু মিয়া নিজেই আমাদের চলাচলের রাস্তা কেটে খনন করে তার ঘরের ট্যাংকির ময়লা পানি জমিয়ে রেখেছেন। আমাদের চলাচলের রাস্তার মধ্যে গাছ রোপণ করে রেখেছেন। আমাদের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এমনকি এলাকার শালিস অমান্য করে তার ঘরের ট্যাংকির ময়লা পানি জমিয়ে রেখলে এর দূর্ঘন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে । এখানে সরকারি কোন খাল নেই। বৃষ্টির পানি চলাচলে আমাদের কোন বাধা নেই। তিনি ট্যাংকির ময়লা পানি রাস্তায় ছেড়ে আমাদের চলাচলের বিগ্ন ঘটিয়েছেন। এবং এলাকার কোন মুরুব্বিয়ানের কথায় কর্ণপাত করেন না । তার ঘরের ট্যাংকির ময়লা পানি আমাদের রাস্তায় এবং বাড়িতে আসিলে আমরা এলাকার মুরব্বিয়ান কে অবগত করিলে এলাকায় বিচার শালিস বসে। প্রতিপক্ষ জিতু মিয়ার ট্যাংকির ময়লা পানি রাস্তায় না ছাড়ার নির্দেশ দেন এলাকার মুরব্বিয়ান। শালিসে আরও নির্দেশ দেওয়া হয় বৃষ্টির পানি চলাচলে উভয় পক্ষে কোন বাধা সৃষ্টি করতে পারবে না। আমরা এই উল্লেখিত ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদ কারী
মাহফুজুর রহমান সজিব, মাহমুদুর রহমান রাজিব, এখলাছুর রহমান ছোটন। উভয় পিতাঃ কলমদর আলী।
গ্রামঃ তৈগাও, আহম্মাবাদ ইউনিয়ন,
উপজেলাঃ চুনারুঘাট, জেলাঃ হবিগঞ্জ।
Leave a Reply