আক্তারুজ্জামান নুরাজ ঃ হবিগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড যশোর আব্দা ফুটবল খেলার মাঠে প্রতিদিনই মার্বেল গুলির মাধ্যমে এবং যাকে বলা হয় শিশার গুলি। এই গুলি দিয়ে হাজার হাজার টাকার জুয়া খেলা হয় এই মাঠে শুধু জুয়া খেলা হয় না পাশাপাশি নেশা সেবন করা হয়। স্থানীয়রা জানান এখানে অনেক ধরনের জুয়া খেলা হয় কিন্তু প্রশাসন এখানে নজর দেয় না। ৫/ ৬ মাস আগে সাংবাদিকরা স্হানীয় লোকজনের কাছ থেকে বিষয় টি জেনে একটি নিউজ প্রকাশ করেন। নিউজ প্রকাশ হওয়ার পর এই ফুটবল খেলার মাঠে আর কোন জুয়া খেলা এবং নেশা সেবন করা চলে না বলে জানান স্হানীয় লোকজন। স্হানীয় লোকজন আরও বলেন আবার কয়েকদিন ধরে আমরা দেখতে পাই এখানে জুয়া খেলা সহ সবকিছুই মাঠে চলে তাতে যুব সমাজ নষ্ট হওয়ার পথে প্রশাসন নজর দেওয়ার জন্য স্হানীয়রা দৃষ্টি আকর্ষণ করেছেন।
Leave a Reply