হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে খাওয়ার পানির জন্য অসহায় রোগীদের ভোগান্তি। সদর হাসপাতালে ২ টি টিউবওয়েল রয়েছে তার মধ্যে ২টি টিউবওয়েলই নষ্ট প্রায় ২থকে ৩ মাস যাবত। এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে একটি সাপ্লাই লাইন রয়েছে এটাও নষ্ট প্রায় ১৫ থেকে ২০ দিন যাবত এ বিষয়টি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ও হাসপাতাল কতৃপক্ষের নজরে নেই। হাসপাতালে শত শত রোগী খাওয়ার পানি নিয়ে ভোগান্তিতে রয়েছে। অসহায় রোগীরা বলেন যাদের টাকা আছে তারা পানি কিনে এনে খাচ্ছে আর আমরা কষ্ট করে কেউ মসজিদ থেকে কেউ মাদ্রাসা থেকে পানি এনে খাইতেছি। এ বিষয়ে হবিগঞ্জ সদর হাসপাতাল কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলো টিউবওয়েল গুলো এবং সাপ্লাইর পানির লাইন দ্রুত মেরামত করে রোগীদের সুষ্ঠ সেবা দেওয়ার ব্যাবস্হা করা হোক ।
Leave a Reply