অফিসার ইনচার্জ চুনারুঘাট থানার সার্বিক দিক নির্দেশনায় ও পরিচালায় ”টিম চুনারুঘাট থানা কর্তৃক অভিযানে পরোয়ানামূলে আসামী ও মাদকসহ মাদক মামলার আসামী গ্রেফতার।
গত ০৪/০৫/২০২৩ইং তারিখ হইতে আজ ০৫/০৫/২০২৩ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকার পর্যন্ত পুলিশ সুপার হবিগঞ্জ এর দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ রাশেদুল হক, এসআই (নিঃ) দেলোয়ার হোসেন, এসআই (নিঃ)প্রিয়তোষ কান্তি দাস, এসআই (নিঃ)ছদরুল, এসআই (নিঃ) ওমর ফারুক, এসআই (নিঃ) মোল্লা রফিকুল ইসলাম, এসআই (নিঃ) লিটন রায়, এ এসআই (নিঃ) উত্তম কুমার ঘোপ, এ এসআই (নিঃ)জরিফ, এ এসআই (নিঃ)ইমরুল কায়েস, এ এসআই (নিঃ)আঃ রহিম, এ এসআই (নিঃ) ওয়ালী উল্লাহ, এ এসআই (নিঃ)মোফাজ্জল হোসেন এবং এএসআই(নিঃ) মনির হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার করে ওয়ারেন্টভূক্ত “জিআর” আসামী ১। মোঃ বিল্লাল মিয়া, পিতা-মোঃ আঃ করিম, সাং- ঘনশ্যামপুর, ২। মোঃ বাহার মিয়া(৩৫), পিতা- মৃত উকিল মিয়া, সাং- ওসমানপুর এবং ওয়ারেন্টভূক্ত “সিআর” আসামী যথাক্রমে ৩।মোঃ এমরান মিয়া, পিতা-ফিরোজ মিয়া, সাং-বিলপাড়, ৪। মোঃ জয়নাল মিয়া, পিতা-মৃত রফিক মিয়া, সাং-উসমানপুর, ৫। বিশাল মুন্ডা, পিতা- মৃত সোহেল মুন্ডা, সাং- লস্করপুর চা-বাগান, ৬। মালেক মিয়া, ৭। খালেক মিয়া, ৮। জুয়েল মিয়া, সর্ব পিতা-আঃ মতিন, সর্ব সাং- জাজিউতা, ৯। আক্কাস আলী(৩৮), ১০। শাহিদ মিয়া(৪০),উভয় পিতা-মৃত ইউসুফ আলী, ১১। মোঃ আছমা আক্তার (৩৫), স্বামী- শাহিদ মিয়া, সর্ব সাং- পাট্টাশরিফ, ১২।শেখ সুমন, পিতা- ফিরোজ মিয়া, সাং-বিলপাড় এবং মাদক মামলার আসামী যথাক্রমে ১৩। মোঃ শাহ জাহান মিয়া(২৫), পিতা- মোঃ হাছন আলী, সাং-ঘনশ্যামপুর, ১৪। শিরিন সেলিনা(৩৫), স্বামী- হেলাল মিয়া, সাং- বাল্লা, সর্ব থানা-চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ, ১৫। বাচ্চু মিয়া(৩৫), পিতা- মৃত মুক্তার আলী, সাং-উত্তর বড়কাপন, থানা-ছাতক, জেলা- সুনামগঞ্জদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।
Leave a Reply