স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের বড়াব্দা গ্রাম থেকে ১০ কেজি গাজাসহ ১ জনকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় একটি টমটম।
আটককৃত টমটম চালক হল আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের হাসান আলীর পুত্র শাহজাহান মিয়া (২৫)।
শুক্রবার দুপুরে চুনারুঘাট থানার একটি টিম উপজেলার মিরাশী ইউনিয়নের বড়ব্দা গ্রামের রাস্তায় অভিযান চালিয়ে টমটম থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় টমটম চালক শাহজাহানকে আটক ও টমটম জব্দ করে থানায় রাখা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান আটককৃত টমটম চালক শাহজাহানকে শুক্রবার বিকালে আদালতে পাটানো হয়েছে। তিনি চুনারুঘাটবাসীকে অনুরোধ জানিয়ে বলেন এসব টমটম চালক বেশধারী মাদক ব্যবসায়ীদের থেকে নিজেকে এবং আপনার পরিবারকে নিপারদ রাখবেন।
তিনি বলেন সবাই মিলে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় নিয়ে আসি। এদেশের যুবসমাজকে রক্ষা করি।থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Leave a Reply