স্টাফ রিফোর্টার ঃ আল খিদমাহ রক্তদান সোসাইটি এর কেন্দ্রীয় কার্যালয় শুভ উদ্ভোদন করা হয়। মঙ্গলবার ২৫ শে এপ্রিল, উপজেলার কালাউক বাজার এলাকায় এর শুভ উদ্ভোদন করেন, কালাউক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আখরসের উপদেষ্টা আব্দুল মোতালেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক এসকে বশির হাবিব, সাবেক সহকারী শিক্ষিকা পাপিয়া হক,ও কালাউক বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজবাহ নিজমী সহ সংগঠন এর ঢাকা মহানগর শাখা, সিলেট মহানগর শাখা, শায়েস্তাগঞ্জ শাখা, চট্টগ্রাম শাখা ইত্যাদি সকল রক্তযোদ্ধা সদস্য। ওনারা রক্ত ও সিজার নিয়ে বিভিন্ন সচেতন মূলক বক্তব্য দিয়ে সমাজ ও দেশের মানুষের সচেতনতার আহ্বান জানিয়েছেন। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠন এর প্রতিষ্ঠাতা কাজী মঈনুল ইসলাম, সভাপতি সাব্বির আহমেদ নূর, মহিলা সভাপতি নাছিমা আক্তার, সহ পরিচালক সজীব আলী, সাংগঠনিক সম্পাদক আল আমিন, মহিলা বিষয়ক সম্পাদীকা মনিরা আক্তার মুন্নি, সাব্বির, শিমুল, শরীফ,খোকন, সোহাগ,রিপন,আখলাছ মোল্লা,রিয়াদ, সাজিদুল, মনিরুল,রনি,মোজাহিদ,রাসেল, নুরুন্নাহার,জান্নাত আরা,মুমতারিন,সুমাইয়া ইত্যাদি। চড়ুই বাতির মাধ্যমে কালাউক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পূর্ণ হয়।
Leave a Reply