পুলিশ সুপার, হবিগঞ্জ এস এম মুরাদ আলির দিক নির্দেশনায় বিরোধপূর্ন এলাকায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দাঙ্গা হাঙ্গামা নিবারন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম এর নেতৃত্বে লাখাই থানা ও পুলিশ লাইন্স,হবিগঞ্জ থেকে আগত অতিরিক্ত পুলিশের অংশগ্রহনে লাখাই থানাধীন ০৬ নং বুল্লা ইউ/পির অন্তর্গত মুকসুদপুর ও মিরপুর এবং ০২ নং মুড়াকরি ইউ/পির অন্তর্গত লক্ষীপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করিয়া বিপুল পরিমান দেশীয় অস্ত্র ফিকল, টেটা, লাঠিসহ ৪৫০/৫০০ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
Leave a Reply