কাজী মাহমুদুল হক সুজন।।
চুনারুঘাটের শতবর্ষী বান্নী বা পহেলা বৈশাখের মেলা সমাপ্ত । মেলা (বান্নী) উপলক্ষে শনিবার ভোর থেকে সারাদিন ব্যাপী চুনারুঘাট পৌর শহরের বাগবাড়ী এলাকায় বসেছে মেলা। ঐতিহ্যবাহী এই মেলাটি স্থানীয়ভাবে বান্নি নামে পরিচিত। জেলার নানা প্রান্ত থেকে এখানে লোকজন আসেন। মেলাটি একদিনই চলে।
চুনারুঘাটের বিশিষ্ট্য ব্যবসায়ী ও আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বাবু সজল দাস জানান, আজ থেকে অনেকদিন আগে রাজা বাদশাহর আমল থেকেই পয়লা বৈশাখ কে কেন্দ্র করে এই জনপদে বৈশাখের প্রথম দিন (সরকারি হিসাবে ২য় দিন) নানা পন্যের বেচাকেনা চলতো। পরবর্তীতে এক সময় এটি বিশাল মেলায় পরিণত হয়।
এই মেলায় গ্রামীন হাতে তৈরি জিনিসপত্র থেকে শুরু করে কৃষিজ যন্ত্রপাতি, খেলনা, তৈজসপত্র, খই-উখড়া, দই ইত্যাদি বেচাকেনা হয়। নিত্যনৈমত্তিক জিনিসগুলো এখানে সবচে বেশী প্রাধান্য পায়।
স্থানীয় ঐতিহ্যের অংশ মনে করেন চুনারুঘাটের বিশিষ্ট নাগরিকেরা। তারা বলছেন, শতবছর ধরে চুনারুঘাটের এই বান্নীটি একটি শ্বাশত ঐতিহ্যের স্মারক। একে ধরে রেখে এর কলেবর বৃদ্ধিতে কাজ করা প্রয়োজন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান,মেলা উপলক্ষে শুক্রবার থেকে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে। কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।
Leave a Reply