স্টাফ রিপোর্টারঃ বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের মশাকলি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। জানাযায়, নিহত ব্যাক্তি হলেন মশাকলি গ্রামের সুনীল দাসের পুত্র সুজিত দাস( ৩৫)
এতে উভয়পক্ষের অন্তত আহত হয়েছেন আরো ২২ জন। পুলিশ ঘটনাস্হল থেকে ৫ জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার (১৩এপ্রিল) সকাল ১০ টার দিকে সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জয় কুমার দাস ও রবীন্দ্র দাস গংদের মধ্যে এই সংঘষের্র ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পেটের মধ্যে ফিকল ঢুকানো গুরুতর আহত অবস্থায় সুব্রত দাস (৩৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত সুব্রত দাস মশাকলি গ্রামের বাসিন্দা মৃত দশরত দাসের ছেলে। অপরদিকে চিকিৎসারত অবস্হায় আরও ১জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। অন্য আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর পুলিশ সুপার এস এম মুরাদ আলি সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। এসময় সাথে ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।
Leave a Reply