বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী ক্লোজ আপ ওয়ান সালমা ও হবিগঞ্জের সুপরিচিত কণ্ঠশিল্পী আব্দুল আউয়ালের কণ্ঠে পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে “বড় ভালোবাসিরে” শিরোনামে রিলিজ হচ্ছে নতুন ডুয়েট গান। আব্দুল আউয়ালের কথা ও সুরে এ গানটিতে চমৎকার মিউজিক কম্পোজিশন করেছেন বর্তমান সময়ের বাংলাদেশের জনপ্রিয় মিউজিক ডিরেক্টর আহমেদ সজিব। আগামী ১৭ ই এপ্রিল ইউটিউব চ্যানেল এ সিরিজ মিউজিক থেকে গানটি রিলিজ হবে। কিছুদিন আগে রাজধানীর মগবাজার সম্পর্ক্য ষ্টুডিওতে উভয় শিল্পী গানটির ফাইনাল ভয়েজ দিয়েছেন এবং স্টুডিও ভার্সন ভিডিও সম্পাদন হয়েছে। ভিডিও ধারন করেছেন মাসুম খান ও এডিট করছেন অন্তর হাসান। গানটি সম্পর্কে আব্দুল আউয়াল বলেন,, সালমার সাথে গান করাটা সপ্নের মতো লাগছে, খুবই সহজ ভাষায় রুমান্টিক এই গানটি লিখেছি এবং সুর করেছি আমার কথাও সুরে সালমা গাইলেন এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তী আশা করছি গানটি তরুন তরুনীদের হৃদয় জয় করবে।
Leave a Reply