সোহাগ মিয়াঃ
সিলেটে অসহায় মানুষের সাথে “এসো ওদের পাশে দাঁড়াই” সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১০ এপ্রিল) সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হলরুমে প্রতি বারের ন্যায় এবছরও সিলেট কৃষি প্রশিক্ষণ কেন্দ্র ২০১৮-২০১৯ সেশন ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় মাধবপুর উপজেলার শাহজিবাজারের “এসো ওদের পাশে দাঁড়াই” সংগঠনের উদ্যোগে ১৮০ জন অসহায়-দরিদ্র ও ক্ষুধার্ত মানুষদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
“এসো ওদের পাশে দাঁড়াই” সংগঠনের প্রতিষ্টাতা শাহাদাত হোসেন তালুকদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা শামীম আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের লেকচারার তওকির আহমেদ, ডেপুটি রেজিষ্ট্রার মুশফিকুল আলম, মেমেন্টোর প্রতিষ্টাতা সৈয়দ মামুন, হেক্সাস জিন্দাবাজারের লেকচারার শাহ সুলতান, সেচ্ছাসেবী সোয়েব সহ সংগঠনের সদস্য জিসান, লিজা, মাহিন, তন্নি, জ্যোতি, ইয়াসির সহ প্রমূখ।
উক্ত অনুষ্টানের সভাপতি শামীম আহমেদ বলেন আমরা সব সময় দেখি “এসো ওদের পাশে দাঁড়াই” এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিটি মানবতার কাজে বিশেষ ভূমিকা রেখে চলেছে। মানুষের যে কোনো বিপদের সময় ছুটে চলে সংগঠনের সকল সদস্যরা।
বিগত দেশে করোনাকালীন সময়, সিলেটের বন্যার সময়, এছাড়াও বিভিন্ন দুর্যোগের সময় এই সংগঠন মাঠে কাজ করেছেন বলে ও জানান তিনি। তিনি আরও বলেন, “আমি এই সংগঠনের উত্তর উত্তর শুভ কামনা করছি”।
সভাপতির বক্তব্য শেষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের লেকচারার তওকির আহমেদের বিশেষ মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সুসম্পূর্ন করা হয়।
Leave a Reply