চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড গোপাল পুর গ্রামে ৬ই এপ্রিল রোজ বৃহস্পতিবার দুপুর অনুমান ২ ঘটিকার সময় জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সাগর আলী (৫০) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্হানীয় সুত্রে জানায়, উপজেলার গোপালপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে সাগর আলীর সাথে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে
দীর্ঘদিন ধরে একই গ্রামের হেলাল মিয়া সহ তার লোকজনের সাথে বিরোধ চলে আসছিল। সম্প্রতি বিরোধীয় ওই জায়গায় ১৪৪ দ্বারা জারি করেন আদালত। গত বৃহস্পতিবার আদালতের নিষেধ অমান্য করে হেলাল মিয়া ও তার লোকজন বিরোধীয় জায়গায় ঘর নির্মাণের চেষ্টা করে। এ বিষয় টি জানতে পেরে সাগর আলী চুনারুঘাট থানা পুলিশ নিয়ে ঘটনা স্থলে যান। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ ঘটনা স্থল থেকে আসার পরে হেলাল মিয়া ও তার লোকজন সাগর আলী কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। এ সময় স্হানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
Leave a Reply