মোঃ সেলিম মিয়া আজমিরীগঞ্জ প্রতিনিধি–
আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের পূর্বহাটি জামে মসজিদে অনুদান প্রদান করেন গ্রামের পঞ্চাইত । ৮ই এপ্রিল রোজ শনিবার নোয়াগড় গ্রামের সর্দার পবিত্র ওমরাহ হজ্জ পালন করে আসার পর এই উদ্দ্যোগ নেন।
জানা যায় মসজিদ মাদ্রসার উন্নয়ন মুলক কাজের অগ্রগতি করতে আগ্রহ প্রকাশ করিলে, পূর্বহাটি জামে মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে গ্রামের পক্ষে উদ্যোগ নেওয়া হয়। এতে সবার সম্মতি ক্রমে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ দেওয়া হয়। এবং অসমাপ্ত কাজ কে সমাপ্ত করতে আরও যদি প্রয়োজন হয় তাহলে আরও অনুদান দেওয়া হবে বলে জানান গ্রাম বাসীরা। এতে উপস্থিত ছিলেন গ্রামের সর্দার আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া সহ সভাপতি মোঃ জুনাব উল্লাহ মেম্বার, মুকিত মেম্বার মোঃ ফুল মিয়া,ফারুক মিয়া,রঞ্জু মিয়া, সেলিম মিয়া,মসু মিয়া, গ্রামের ক্যাশিয়ার সাহাবউদ্দিন ছাকিবুর মিয়া, মিন্টু মিয়া ও উক্ত মসজিদের মতওয়ালী হিসেবে মোঃআলীনুর মিয়া প্রমুখ।
Leave a Reply