মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ায় চা বাগান স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৪ এপ্রিল, ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
১৯৭১ সালের এই দিনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোয় স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সমগ্র দেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করে রণকৌশল গ্রহণের মাধ্যমে নেয়া হয় যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি।
মুক্তি যুদ্ধে তেলিয়াপাড়া চা বাগানের নাম স্মরণীয় হয়ে থাকবে। ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগানের বুক চিরে চলে গেছে ঢাকা – সিলেট রাস্তা। প্রথম থেকেই এ বাগানটি পাকসেনাদের দখলে ছিল। পাকসেনারা মরিয়া হয়ে এখানে যুদ্ধ করতো,বাগানটি তারা কিছু দিন দখলে রেখেছিল কিন্তু টিকতে পারে নি। ১৪-১৫ মে সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট মোরশেদের নেতৃত্বে বাগানের মধ্যে যুদ্ধ চলে দীর্ঘক্ষণ। পাকসেনাদের রসদ ফুরিয়ে গেলে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হলে মুক্তিযুদ্ধাদের হাতে সবাই ধ্বংস হয়।
এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছরের মত এবারও ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান। তেলিয়াপাড়া স্মৃতিসৌধে দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) কাজী কবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায় প্রমুখ। আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়ে।
Leave a Reply