হবিগঞ্জ ডিসকভারি একাডেমি এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হামদে এলাহি, নাতে রাসুল (সঃ) প্রতিযোগিতা এবং ইফতার, দোয়া, মাহফিল, ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান ডিসকভারি একাডেমি শ্মশান ঘাট রোড পালকি সেন্টারে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল জলিল রনি, পরিচালক ডিসকভারি একাডেমি, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজমুল হক,অধ্যাপক হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমেস্বর দাশ, জ্যৈষ্ঠ প্রভাষক, রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ নবীগঞ্জ, ফয়েজুর রহমান লিটন, প্রভাষক, শাহজালাল কলেজ, মনতলা, সাংবাদিক মোঃ ফয়সল মিয়া, সভাপতি ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা হবিগঞ্জ জেলা শাখা, সাংবাদিক শাহেনা আক্তার সাধারণ সম্পাদক ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা হবিগঞ্জ জেলা শাখা, শিক্ষক ডিসকভারি একাডেমি আমিনুর রহমান আমিন, রফিক মোহাম্মদ রুবেল, রাফি,বশির,দ্বীন ইসলাম, সার্বিক সহযোগিতায় তৌহিদ, তুহিন, মেরাজ, নিজাম, সালাম,কাশেম, ইমন, হৃদিকা, মুন্নি, ফেরদৌস, ও জিদনী, সহ ডিসকভারি একাডেমির কোচিং সেন্টারের ছাত্র ছাত্রীরা।
এতে পুরুষ্কার প্রাপ্তিরা হল।কেরাত প্রতিযোগিতায় ১ম পুরুষ্কার গ্রহন করেন মোবারক ২য় পুরুষ্কার নিজাম ৩য় পুরুষ্কার সালিম।
হামদ প্রতিযোগিতায় ১ম পুরুষ্কার গ্রহন করেন তাসনিম, ২য় পুরুষ্কার এমি ৩য় পুরুষ্কার ইমা।
ইসলামি কুইজ প্রতিযোগিতায় ১ম পুরুষ্কার গ্রহন করেন সাংবাদিক শাহেনা আক্তার এর মেয়ে শেখ তানজিলা আক্তার মাইশা, ২য় পুরুষ্কার তাবাসসুম, ৩য় পুরুষ্কার মোবারক।
Leave a Reply