আউয়াল মিয়া,বাহুবল প্রতিনিধি :অদ্য ০২/০৪/২০২৩ ইংরেজি রোজ রবিবার আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটের সময় ঢাকা -সিলেট মহাসড়কের বাহুবলের বাগান বাড়ি নামক স্হানে একজন অজ্ঞাতনামা মহিলা (৪০ আনুমানিক) মাথার পিছনে জখম প্রাপ্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন জনৈক নাসিম মিয়া,পিতা-বশির আহমেদ,সাং-পশ্চিম ভাদেশ্বর, থানা-বাহুবল,জেলা হবিগঞ্জ। তিনি ভিকটিমকে আহত অজ্ঞান অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ সেখানে ছুটে যায় এবং সেখানে তার কোন অভিভাবক না পাওয়ায় ও ভিকটিমের শারীরিক অবস্হা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য সরকারি এ্যাম্বুলেন্সে করে আধুনিক সদর হাসপাতাল হবিগঞ্জ এ পাঠানো হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত মহিলাটির পরিচয় পাওয়া যায় নি। কেউ যদি মহিলার পরিচয় জানেন তাহলে বাহুবল মডেল থানা অথবা হবিগঞ্জ আধুনিক হাসপাতালে যোগাযোগ করার জন্য বাহুবল মডেল থানা পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
Leave a Reply