আউয়াল মিয়া,বাহুবল প্রতিনিধি :গতকাল রাতে গ্রামীণফোনের টাওয়ারে ব্যাটারী চুরির প্রস্তুতিকালে জনতার হাতে একজন আটক। ঘটনাটি ঘটেছে বাহুবল উপজেলার ফতেহপুর নামক গ্রামে।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায় গতকাল রাতে টাওয়ারে চুরি করতে আসে তিন জনের একটি সংঙ্গবদ্ধ চোর চক্র। কিন্ত উক্ত এলাকার জনগণের ঐকান্তিক চেষ্টায় নস্যাৎ হয় তাদের পরিকল্পনা এবং আটক করা হয় একজনকে ও অন্য দুইজন পালিয়ে যায়। আটককৃত চোর হল আব্দাপৌজা গ্রামের আব্দুল মতিন এবং অন্য দুইজনের বাড়ি সংশ্লিষ্ট গ্রামেই। উল্লেখ্য এর আগে আরো চার বার টাওয়ারের ব্যাটারী চুরি হয়।
Leave a Reply