মোঃ আউয়াল মিয়া বাহুবল উপজেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের দুই শিশুর মৃত্যু। আজ পহেলা এপ্রিল শনিবার বেলা দুই ঘটিকার সময় বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মহিউদ্দিনের পুত্র ইয়াসিন আহমেদ (৪) ও ছালাউদ্দিনের মেয়ে জান্নাত আক্তার (২) তারা বাড়ির পুকুরের পাশে খেলাধুলা করছিল। বেলা দেড়টার দিকে তাদের মা-বাবা সন্তানদের না পেয়ে বাড়ির আশপাশে খোজাখুজি শুরু করেন। অনেক খোজাখুজির পর বাড়ির পুকুরের পানিতে জান্নাত ও ইয়াসিন কে পানিতে ভাসতে দেখতে পান।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের কে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিন ও জান্নাতকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসেন এএসপি (বাহুবল, নবীগঞ্জ) সার্কেল মোঃ আবুল খায়ের ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান এবং মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ।
Leave a Reply