২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে সকাল ১০ ঘটিকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, হবিগঞ্জ, ডাঃ মোহাম্মদ নূরুল হক, সিভিল সার্জন, হবিগঞ্জ, প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান, অধ্যক্ষ, বৃন্দাবন সরকারী কলেজ, হবিগঞ্জ, এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ, আতাউর রহমান সেলিম, মেয়র, হবিগঞ্জ পৌরসভা, মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, চেয়ারম্যান, জেলা পরিষদ, হবিগঞ্জ, বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, সাবেক ডেপুটি কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, হবিগঞ্জ‘ বিভিন্ন পেশার মানুষ।
উক্ত আলোচনা সভায় ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল কালরাত্রি। এই দিন পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্দেশে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ জাতির ওপর অপারেশন সার্চলাইট নামে ইতিহাসের বর্বরত গনহত্যা পরিচালনা করে। পাকিস্তানি সেনাবাহিনী নারকীয় হত্যাকাণ্ড এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে আলোচনা করা হয়। বাঙালীর মুক্তি সংগ্রামের ইতিহাসে এটি জঘন্যতম ঘটনা – যা জাতিকে দুঃখ ভারাক্রান্ত করে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর প্রতি চরম ঘৃণার উদ্রেক করে। পঁচিশে মার্চ এবং স্বাধীনতার ঘোষণা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা নিয়ে বক্তারা তাদের বক্তব্য পেশ করেন।
Leave a Reply