স্টাফ রিপোর্টারঃ চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউ/পি চেয়ারম্যানের সিল সাক্ষর জালিয়াতির চেষ্টা করেন, চলিতার আব্দা আফসার তালুকদার মহিলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান, যানা যায় চলিতার আব্দা আফসার তালুকদার মহিলা দাখিল মাদ্রাসায় ১ টন চাউল বরাদ্দ হয়, অর্থ মাদ্রাসার সভাপতি কাউসার তালুকদার এবং অধ্যক্ষ হাবিবুর রহমান, আবেদন পত্রে ৫ নং শানখলা ইউনিয়ন চেয়ারম্যানের সিল সাক্ষর নকল করে তোলার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) অফিসে গেলে কর্মরত অফিসার সিল সাক্ষর দেখে সন্দেহ করেন, তাৎক্ষণিক ৫নং ইউনিয়ন চেয়ারম্যানের কাছে কল দিয়ে জানতে চান অত্র মাদ্রাসার কোনো আবেদনে সিল সাক্ষর দিছেন কি, ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন আমি সাক্ষর দেইনি বা এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি। চলিতার আব্দা আফসার তালুকদার মহিলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমানের কাছে কল দিয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন এটা তেমন কোনো বিষয় না অন্য একটা কারনে আবেদনে সমস্যা হওয়ায় বরাদ্দকৃর্ত চাউল আনতে পারি নাই।
৫নং শানখলা ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলামের সঙ্গে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন , তাদের আবেদন পত্রে আমার সিল সাক্ষরের সঙ্গে মিল নাতাকার কারনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) কর্মরত অফিসার আমাকে কল দিয়ে এবিষয়ে জিজ্ঞেস করলে আমি বলে দেই এবিষয়ে আমি কোনো কিছু জানিনা বা সিল সাক্ষর আমি দেইনি।
এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) প্লাবন পাল বলেন, মাদ্রাসার পক্ষ থেকে কাউসার তালুকদার এবং হাবিবুর রহমান আবেদন পত্র নিয়ে আসেন সিল সাক্ষরে ভেজাল থাকার কারণে বরাদ্দকৃর্ত চাউল আটক রাখা হয়।
Leave a Reply