অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ১৪/০৩/২০২৩ তারিখ দিবাগত রাত ০২:০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন ০৭ নং বুল্লা ইউনিয়নের গোয়াকড়া সাকিনস্থ জনৈক কাদির মিয়া এর ধানের খলায় হতে ০১) মোঃ রফিকুল ইসলাম (২৫), পিতা-তাজুল ইসলাম, ০২) মানিক মিয়া (৪৫), পিতা-নোয়াব আলী ০৩) মোঃ সোহেল (২৫), পিতা-মৃত ফজল মিয়া, ০৪) খলিল মিয়া (৩০), পিতা-রইছ আলী, সর্ব সাং-গোয়াকড়া, ০৫) মোঃ পলাশ (৩৮), পিতা- মৃত সুজন আলী, সাং-বোমাপুর, র্সবথানা-লাখাই, জেলা-হবিগঞ্জ ০৬) মোঃ আফরোজ মিয়া (৫২), পিতা-মৃত লাল মিয়া, ০৭) মোঃ মুর্শিদ মিয়া ৩৫), পিতা-মৃত আঃ রহমান, উভয় সাং-দক্ষিণ বাম কান্দি, থানা ও জেলা-হবিগঞ্জ-কে নগদ ৭,৮০০/- টাকা, ১১২টি প্লেয়িং কার্ডসহ জুয়া খেলারত অবস্থায় আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন অজ্ঞাত নামা আসামী পালিয়ে যায়।
পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।
Leave a Reply