1. admin@dailyamarpranerhabiganj.com : admin :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ -৩ আসনে বাংলাদেশ কংগ্রেস থেকে নমিনেশন পেলেন নোমান হাসান। হবিগঞ্জ -৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্যারিস্টার সুমনের মনোনয়ন পত্র সংগ্রহ। হবিগঞ্জ শহর থেকে ৪ দিন যাবত চটপটি ব্যবসায়ী নিখোঁজ ॥ থানায় জিডি। রংপুর ৩ আসনে মনোনয়ন ফরম কিনলেন রাকিবুল বাসার জেলা ত্রান গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র ও হবিগঞ্জ জেলা সমাজ সেবা কমপ্লেক্স ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজমিরীগঞ্জ হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নে মডেল প্রেস ক্লাবের সঙ্গে আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ পৌরসভার মহাশ্মশানঘাট পানি শোধনাগার উদ্বোধন করলেন এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। হবিগঞ্জ জেলা প্রশাসন,ও পৌরসভার যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা সপ্তাহ ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত । মাধবপুর রিপোর্টার্স ক্লাব গঠন সভাপতি হৃদয় শাহ্-আলম সাধারণ সম্পাদক এম এম সোহাগ। বাহুবলে মারামারি মামলার রায়ে পিতাসহ ২ পুত্রকে জেল জরিমানা।

নবীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সুবেদের দাফন সম্পন্ন।

  • আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১১২ বার পঠিত

 

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ-
ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের মৃত ইরফান উল্লাহ’র পুত্র সুবেদ আলম (৩৫) এর নামাজের জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর- লালাপুর জামে মসজিদ প্রাঙ্গনে প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্টিত জানাজায় ইমামতি করেন, উক্ত মসজিদের খতিব মাওলানা এনামুল হক।

উক্ত নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদী, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন, উপজেলা যুবলীগ নেতা রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মেহবুব আলম মোশাহীদ, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফখরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের মুসল্লিয়ান উপস্থিত ছিলেন।

জানাজাপূর্ব এক সংক্ষিপ্ত বক্তৃব্যে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, সুবেদ ছিল আওয়ামী যুবলীগের একজন কর্মী। সে ভাল মনের একজন মানুষ ছিল। তার এমন মৃত্যুতে দল একজন পরিক্ষিত নেতাকে হারালো। পরিশেষে তিনি তার রুহের মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য যে, গত ৪ মার্চ সুবেদ মিয়ার আকত অনুষ্টান সম্পন্ন হয়। আনুষ্ঠানিক ভাবে বউ ঘরে আনা হয়নি। এর মধ্যে বিকেলে মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলে নববধু স্ত্রীর কাছে শশুর বাড়ী যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে ফুলতলী বাজারে অপর আরেকটি গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে বিপরীত দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী সুনামগঞ্জ এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এসময় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী সুবেদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুবেদ আলমের মৃত্যুর কুলে ঢলে পড়ে।মৃত্যুর পর সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ হিমাগারে রাখা হয়। গতকাল তাহার দুই ভাই, ভাতিজা, ভাতিজি লন্ডন থেকে আসার পর জানাজা শেষে গ্রাম্য কবর স্থানে তাকে দাফন করা হয়।

প্রেরক
বুলবুল আহমেদ
নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি
মোবাইল নং ০১৭১৬৭৯৬৩৯৮
তারিখ :১২/৩/২৩ইংরেজী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2022 Daily Amar Praner Habiganj
Theme Customized By Shakil IT Park