সুনামগঞ্জে” ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যের উপর গুরুত্বারোপ করে ৮ মার্চ -২০২৩ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসক হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তর উপ পরিচালক এ জে এম রেজাউল আলম এর সভাপতিত্বে ও ওয়ান স্টপ ক্রাইসিস প্রোগ্রাম অফিসার সৈয়দা শাহানাজ মঞ্জুর এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা আইসিটি) মো: রেজাউল করিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একে এম আব্দুল্লাহ বিন রশিদ, জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক বিকাশ কুমার দাস, জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি একে মিলন আহমেদ, মিজানুর রহমান রুমান প্রমুখ।
Leave a Reply