শাহেনা আক্তার ঃ হবিগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিপি) এর সহযোগিতায় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক হবিগঞ্জ সদর উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান ইউ এল ও এর সঞ্চালনায় হবিগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ জসিমউদদীন প্রানিসম্পদ এস এর দিক নির্দেশনায় “স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাছুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সদর উপজেলা থেকে হবিগঞ্জ পৌরসভা থেকে আগত পশুপাখি ও গবাদি পশু খামারিদের অংশগ্রহণে প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রদর্শনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব অ্যাডভোকেট আবু জাহির (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুতচ্ছিরুল ইসলাম চেয়ারম্যান হবিগঞ্জ সদর উপজেলা, বিশেষ অতিথি ডাক্তার প্রকাশ রঞ্জন বিশ্বাস জেলা প্রাণী সম্পদ কর্মরতা হবিগঞ্জ, সভাপতি আয়েশা আক্তার উপজেলা নির্বাহী অফিসার হবিগঞ্জ সদর হবিগঞ্জ তিনারা প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন ও এ ধরনের আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এবং সাংবাদিক শাহেনা আক্তার প্রথম পুরুষ্কার গ্রহন করেন।
Leave a Reply