সোহাগ মিয়া, বিশেষ প্রতিনিধিঃ
মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের (বশিউক) শাহজীবাজার রাবার বাগান অফিস রাস্তা নামক স্থানে ২০ ফেব্রুয়ারী সোমবার ভোর ৬টার দিকে টমটম গাড়ির চাকা বিকল হওয়া অবস্থা দেখে পথচারী মোঃ শাকিল মিয়া এগিয়ে আসেন। তখন গাড়ির সাথে থাকা ৩/৪ জন লোক গাড়িটির চাকা মেরামতের জন্য শাকিলের কাছে ওয়ার্কশপের ঠিকানা চায়। তাদের কথা বার্তা শুনে শাকিলের সন্দেহ হল! গাড়িটি কার? কোথায় থেকে আসা হল? জিজ্ঞেস করলে গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায় গাড়ি নিয়ে আসা ৩/৪ জন লোক। এদিকে শাকিল মিয়া সহ স্থানীয় লোকজন তাদেরকে ধরতে দৌড়ালে ও পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা। পরে স্থানীয় ইউ/পি. সদস্যকে বিষয়টি অবগত করে গাড়িটি জব্দ করে হযরত শাহ সোলেমান ফতেহগাজী বাগদাদী (রহঃ) মাজার প্রাঙ্গনে স্থানীয় ইউ/পি. সদস্য জনাব নুর উদ্দিন (নুরধন) সাহেবের হেফাজতে রাখা হয়।
আটককৃত গাড়ির খবর পেয়ে ব্যাটারী চালিত টমটম গাড়ির মালিক এসে উদ্ধারকৃত গাড়িটি উপযুক্ত প্রমান দিয়ে নিয়ে যায়।
জানা যায়, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের শ্রীবাউর এলাকার সহকারী শিক্ষক মোঃ কছির মিয়ার ব্যাটারী চালিত টমটম গাড়িটি সোমবার ভোর রাত ৩ টার দিকে তাঁর বাড়ির উঠান থেকে নিয়ে আসে চোর চক্রের সদস্যরা। মোঃ কছির মিয়া জানান, অনেক জায়গায় খোঁজা খুঁজির পর খবর পেলাম শাহজীবাজার মাজার প্রাঙ্গনে একটি টমটম গাড়ি চোর চক্রের হাত থেকে রক্ষা করলেন স্হানীয়রা। তৎক্ষনাৎ আমি সহ আমার এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে এসে দেখি আমার চুরি হওয়া সেই টমটম গাড়ি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করছি শাহজীবাজার হযরত শাহ সোলেমান ফতেহগাজী বাগদাদী (রহঃ) মাজার এলাকার বাসিন্দাদের প্রতি। তাদের কারনেই আজ আমার চুরি হওয়া গাড়িটি ফিরে পেয়েছি।
Leave a Reply