২৩ জানুয়ারী ২৩ ইং রাত ৮.৩০ ঘটিকার সময় যাদবপুর থেকে ফোন দিয়ে সাংবাদিক শাহেনা আক্তার কে বলা হয় যাদব পুরের এক জন বৃদ্ধ মহিলা মেয়ের বাড়িতে যাওয়ার সময় রাস্তা ভুল করে হারিয়ে গেছেন। রাত প্রায় ৯ ঘটিকার সময় সাংবাদিক শাহেনা আক্তার সাংবাদিক রাকিব লস্কর এর ফেইসবুক আইডিতে একটি পোস্ট দেখতে পান। এবং এতে সাংবাদিক রাকিব লস্কর এ-র নাম্বার দেওয়া থাকে তখন সাংবাদিক শাহেনা আক্তার সাথে সাথে এ-ই নাম্বারে কল দিয়ে কথা বলেন। তারপর মাধবপুর থানার এস আই আরাফাত হোসেন ,শিমুল ঘর এর মেম্বার কামাল মিয়া কল দেন শাহেনা আক্তার উনাদের সাথে কথা বলেন এবং তাকে হেফাজতে রাখার জন্য বলেন । তারপর মহিলার বাড়ির লোকের সাথে কথা বলেন। তারা সঙ্গে সঙ্গে মাধবপুর শিমুল ঘরে রওনা হয়ে সেখানে পৌঁছে যান। রাত ১২ ঘটিকার সময় তারা তাদের হারিয়ে যাওয়া মহিলা কে নিয়ে তাদের বাড়িতে রওনা হলেন। হারিয়ে যাওয়া বৃদ্ধা মহিলা হলেন যাদব পুর গ্রামের সমসু মিয়ার আম্মা।
Leave a Reply