মাধবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দিপু সরকার আটক।
সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজীবাজার হযরত শাহ সোলেমান ফতেহগাজী (রহঃ) মাজার এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দিপু সরকারকে আটক করা হয়।
জানা যায়, গত (১৯জানুয়ারী) বৃহস্পতিবার মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে বিশেষ অভিযানে তাকে আটক করেন এসআই রাজীব কুমার রায়, এসআই শুভ দে, লিটন দেবনাথ সহ মাধবপুর থানা টিম।
উল্লেখ্য, ২০০৪ সালের ১৬ই জানুয়ারি বিকালে রাজ মোহন সরকারের ছেলে দিপু সরকার রান্না ঘরে গিয়ে তার মায়ের কাছে ভাত চান। এ সময় তার মা রওশন বালা সরকার ঘরে ভাত নাই বলে জানান। এতে খেপে গিয়ে দিপু তার মাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রওশনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এ ঘটনায় স্ত্রী হত্যার দায়ে ছেলে দিপু সরকারকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন রাজ মোহন। মামলা পর মাধবপুর থানার তৎকালীন এসআই শ্যামল চন্দ্র পাল ২০০৪ সালের ১৬ জুলাই দিপু সরকারকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র প্রদান করেন।
এরই প্রেক্ষিতে ২৪ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতে এ রায় দেয়।
তবে রায় প্রদানকালে দণ্ডপ্রাপ্ত দিপু সরকার পলাতক ছিলেন। ইতিপূর্বে ০৪ বছর জেল খেটে জামিনে বের হয়ে ও আত্নগোপন করেন দিপু সরকার।
গত তিন (০৩) বছর পূর্বে তার বিরুদ্ধে মাধবপুর থানার ওয়ারেন্ট পৌছে।
মামলা নং- ১৪(৪)০৪, জি.আর-১৭৩/০৪, দায়রা নং ১১৯/২০০৪, ধারা-৩০২ পেনাল কোড এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সে। অনেক বছর ধরে ফকিরের ছদ্মবেশে মাজার মন্দিরে বিভিন্ন এলাকায় ঘুড়ে বেড়াতো। পরিশেষে রক্ষা পেল না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দিপু সরকার।
মাধবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গত (১৯জানুয়ারী) বৃহস্পতিবার গোপন সূত্রের ভিত্তিতে বিশেষ অভিযানে রাত ১০টা ০৪মিনিটের দিকে শাহজীবাজার মাজার এলাকা থেকে আটক করেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দিপু সরকারকে।
Leave a Reply